বৃহস্পতিবার রাত ১১:৩৮, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

‘আঁরা টোকাই ন’, সী-বিচের দুই খেটে-খাওয়া শিশু

এইচ এম জাকারিয়া জাকির

শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান এদের নাগরিক অধিকার। আমরা কি পেরেছি এসব ওদের দিতে? আমাদের গড়ে তোলা সমাজ পেরেছে? রাষ্ট্র পেরেছে এদের সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে?

গত কিছুদিন আগে কক্সবাজারে বেড়াতে যাই। বেড়াতে গিয়ে সী-বিচে একটা চেয়ারে লম্বা হয়ে শুয়ে আছি। এমন সময় দুই, তিনজন ৬/৭ বছরের বাচ্চা ছেলে এসে জিজ্ঞেস করতে থাকে, স্যার মেসেজ করবেন? আমি চোখ বন্ধ অবস্থায় বললাম, না বাবা। তারপর চোখ মেলে তাকিয়ে দেখতে দেখতেই পাশের চেয়ারের একজন ‘টোকাই’ বলে ডাকলো। এমনিতেই রাগ হয়ে ওরা চট্টগ্রামের ভাষায় বলল, স্যার, ‘আঁরা টোকাই ন’।

তখন আমি একটু আদর করে তাদের কাছে ডাকলাম। কিছু কলা কিনে খেতে দিলাম। এতটুকু আদর পেয়ে তারা আনন্দ আত্মহারা। তারপর জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি কোথায়? আশেপাশে একটা জেলেপাড়ার নাম বলল। আরো জিজ্ঞেস করি, কয় ভাই বোন? জানায়- চার ভাই, এক বোন। এদিকে এই দুজনের মধ্যে একজনের নাম ইয়াসিন, আরেকজনের নাম হৃদয়। সারাদিন তারা মানুষের শরীর মেসেজ করে আর বেলুন বিক্রি করে। প্রতিদিন আয় ৩০০/৪০০টাকা।

তারপর তাদের পিতৃপরিচয় মাতৃ পরিচয় জিজ্ঞেস করলে একজন বলে, “আমার বাবা আমাকে ও আমার মাকে ফেলে চলে গেছে। আর খবর নাই। তাই আমি এখানে বেলুন বিক্রি করি ও মানুষের গা টিপে দেই।” স্কুলের কথা জিজ্ঞেস করলে বলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু স্কুলে গেলে খাওয়াবে কে? তখন আমার মনটা একটু নিজের অজান্তেই দুঃখ ভারাক্রান্ত হয়।

ভাবতে লাগলাম- ওরা তো শিশু, ওদের কোনো দোষ নেই। শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান এদের নাগরিক অধিকার। আমরা কি পেরেছি এসব ওদের দিতে? আমাদের গড়ে তোলা সমাজ পেরেছে? রাষ্ট্র পেরেছে এদের সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে? এটা কার ব্যর্থতা? আমি মনে করি, এটা আমার, আমাদের সমাজ, রাষ্ট্র সবারই ব্যর্থতা। আসুন আমরা সবাই মিলে তাদের দায়িত্ব নেই। তাহলে সমাজে সচরাচর তৈরি হবে না বড় বড় অপরাধী। আমরা যার যার অবস্থান থেকে এসব শিশুদের কল্যাণে কাজ করার চেষ্টা করি।

প্রতিবেদক: এইচ এম জাকারিয়া জাকির

ক্যাটাগরি: বিশেষ প্রতিবেদন,  ভিডিও নিউজ,  শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ: জাকারিয়া জাকির

[sharethis-inline-buttons]

Leave a Reply