রবিবার সন্ধ্যা ৭:৩৭, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

কাশ্মীর বীর-বীরাঙ্গনা জেগে ওঠো

৬৪৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মুসলিম বীর বীরাঙ্গনা জেগে উঠোনা
জাগিয়ে দাও খোঁচা দিয়ে
ঘুমানো চেতনা।
কেয়ামতে ঈমান আনো
কান পেতে শুনো
বাজে শুনো ঐ মাঠেতে
জঙ্গেহিন্দ বাজনা।

কাশ্মীর বীর-বীরাঙ্গনা লড়ে।
কেনো তুমি অচেতন ঘুমের ঘোরে?
বক্ষে তুলো ঢেউ
রুখতে পারবে না তোমায় কেউ।
মুমিনের উপর উল্লাস করে
হিন্দি হায়েনা!

‘মালহামা’ তোমায় ডাকে
তুমি ছুটছো কোন দিকে?
ফেরাও হারানো চেতন
উড়াও ঈমানের কেতন
মুমিন মজলুম কাঁদে
তুমি শুনতে পাওনা?

মদেল মাতাল টলছে
ভূস্বর্গ ফের জ্বলছে
আবারো হবে হোক
রক্তের লেনাদেনা।
মুসলিম বীর – বীরাঙ্গনা লড়ো
কাশ্মীর বীর – বীরাঙ্গনা লড়ো
আরাম হারাম করো।
বেহেশতে খালি পরে আছে
কুসুম বিছানা।

 

তোফায়েল আহমেদ : শিক্ষক, কবি

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি