মঙ্গলবার রাত ৮:০৬, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই নভেম্বর, ২০২৪ ইং

আমরা কত আলোকবর্ষ দূরে

সরকার জুম্মান

অধিকাংশ শিশুর দৃষ্টি-সমস্যা। কিশোর মাদকাসক্ত। কিশোরী লাঞ্চিত। তারা সামাজিকতার বাইরে চলে যাচ্ছে। মানবতা শব্দটা পুস্তকে কখন যে পেয়েছিল, মনে নেই। অনিয়ন্ত্রিত যৌনচর্চা তাদের সর্বনাশ করে দিচ্ছে।

সমাজের উত্তরাধুনিকায়ন হচ্ছে। ‘উন্নয়নের’ পরিধি বেড়েছে। যোগাযোগ মাধ্যমও অকল্পনীয় উন্নত হয়েছে। বিলাসী জীবন যাপনের উপকরণের সহজলভ্যতা বেড়েছে। এগুলোর ‘সুফল’ শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। ব্যবহারিক পর্যায়ে এগুলো আমরা কে কীভাবে নিচ্ছি, সে ব্যাপারে সবাই উদাস মনে যে যার মতো দাপিয়ে বেড়াচ্ছি।

সন্তান লালন-পালনে ঝামেলা? হাতে মোবাইল বা টিভি রিমোর্ট দিয়ে দিন, ব্যস ঝামেলা মিটে গেল। ছেলে কিশোর হয়ে গিয়েছে, এক ধাপ এগিয়ে তাকে দিয়ে দিন পকেটমানি হিসেবে হাজার টাকার নোট। মেয়ে কিশোরী, কিনে দিন আধুনিকতার আদলে উত্তেজক পোষক। আর এসব কিছুর যোগানে প্রয়োজন অঢেল টাকা। বাবা-মা পড়ে থাকেন চরম অর্থকষ্টে। অসুবিধা নেই, এ সব চলবে এমনিতেই!

এখন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ শিশুর দৃষ্টি-সমস্যা। কিশোর মাদকাসক্ত। কিশোরী লাঞ্চিত। তারা সামাজিকতার বাইরে চলে যাচ্ছে। মানবতা শব্দটা পুস্তকে কখন যে  পেয়েছিল, মনে নেই। অনিয়ন্ত্রিত যৌনচর্চা তাদের সর্বনাশ করে দিচ্ছে। নেশা তাদের আগ্রাসী, আক্রমণাত্বক বানিয়ে ফেলেছে। ঝগড়া, মারামারি, কাটাকাটি, হত্যাহত্যি পর্যন্ত করছে।

তখন চিন্তার শেষ নেই, এ যেন ঘরকে তালাবদ্ধ করে চাবি টয়লেটে ফেলে আহাজারির মতো। আসলে সর্বক্ষেত্রে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মূলত বিশুদ্ধ চিন্তা দ্বারা জ্ঞান অন্বেষণের চেষ্টা না থাকা। উপরোল্লিখিত অবস্থায় তো অনেক তথাকথিত জ্ঞানী, শিক্ষিত-মার্জিতরাও আছে। তবে?

জ্ঞান কী? জ্ঞান এমন আলো, যার ছোয়ায় মানুষ আলোকিত হয়ে এমনভাবে আালোক উজ্জল থাকবে যে তার সামনে দুনিয়ার কোনো সমস্যা এসে দাঁড়াতে পারবে না। আর একজন জ্ঞান অন্বেষণকারী সব সময় চিন্তা করবে, খোঁজে বেড়াবে এবং উপলব্ধি করার চেষ্টা করবে, ‘সে আলো থেকে আমি কত আলোকবর্ষ দূরে। কীভাবে তা হৃদয়ে ধারণ করা যায়।’

এমন জ্ঞান অন্বেষণকারীর সদিচ্ছা ও আন্তরিকতাই নিরবচ্ছিন্ন, অপ্রতিরোধ্য ও অসীম শান্তি নিশ্চিত করবে। তখন তার দ্বারা মানবতার শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত হবে। সমাজ আলোকিত হবে। সে হবে মানব সমাজে অনুকরণীয় আদর্শ।

ক্যাটাগরি: পাঠকের মত,  মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply