বৃহস্পতিবার দুপুর ১২:৫৫, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া রাস্তায় বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে নাকাল গ্রামবাসী

খায়রুল আকরাম খান

ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়ায় পাঁচ নম্বর ওয়ার্ডের রাধামাধব রোডের দক্ষিণপাশের গলিতে। তখন তিন ফুট উঁচু পানিতে রাস্ত-ঘাট তলিয়ে যায়। জনজীবন অচল হয়ে পড়ে। এ এলাকার বর্তমান পৌর কাউন্সিলরের সাথে একাধিকবার যোগাযোগ করার পরও কোন ধরনের সুরাহা হয়নি বলে জানান ভুক্তভোগীরা।

সামান্য বৃষ্টি হলেই প্রবেশপথে পানি জমে যায়। আর একটু বেশি বর্ষণ হলেই হাঁটুপানি! এ অবস্থা ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়ায় পাঁচ নম্বর ওয়ার্ডের রাধামাধব রোডের দক্ষিণপাশের গলিতে। এই দুরবস্থার কারণে আষার-শ্রাবণ মাসে বাসা-বাড়িতে যাওয়া-আসা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। ভুক্তভোগী ফারুক মিয়া, বাবুল মিয়া, আবুল বাসেদ, রুহুল আজাদ খান, মিন্টু পাল, সুমন মিয়া, আনু মিয়া, দুলাল মিয়া, শাহ আলমসহ আরো ২০/৩০টি বাড়ির মালিকের অভিযোগ, প্রভাবশালী-ধনাঢ্য ব্যক্তিরা অবৈধভাবে পৌরসভার পানি-নিষ্কাশনের খাল ভরাট করে সুউচ্চ বাড়ি নির্মাণ করে এলাকার পানি বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে।

মধ্যপাড়া পশ্চিম মহল্লার তিন রাস্তার মোড়ে, খান ভিলা ও রহমান ভিলার পাশের রাস্তা

এর ফলে গলির পূর্বদিকের সমস্ত পানি জমে দ্রুতবেগে পশ্চিম দিকে চলে আসে। তখন তিন ফুট উঁচু পানিতে রাস্ত-ঘাট তলিয়ে যায়। জনজীবন অচল হয়ে পড়ে। এ এলাকার বর্তমান পৌর কাউন্সিলরের সাথে একাধিকবার যোগাযোগ করার পরও কোন ধরনের সুরাহা হয়নি বলে জানান ভুক্তভোগীরা। পৌরর্কতৃপক্ষ কেন এ ধরনের আচরণ করছেন বোঝা যাচ্ছে না। এমতাবস্থায় পৌর কর্তৃপক্ষের উচিৎ সম্যসাটির দ্রুত সমাধান করা। তা না হলে এ এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে তারা জানান!

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply