সোমবার রাত ২:০৪, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া মেসি ফ্যান’র উদ্যোগে মেসির ৩২তম জন্মদিন পালিত

৮৮৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

লিওনেল মেসির ৩২ তম জন্মদিন উপলক্ষে We are messi fan of brahmanbaria উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচী পালিত হয়েছে। সারাদিনের কার্যক্রমে মধ্যে ছিলো, ৩২ পাউন্ডের কেক, ৩২টি আতশ বাজি ফুটানো, ও  আনন্দ র্যালি।

এছাড়াও চার দলের সমন্বয়ে একটি ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট দ্বারা পুরষ্কৃত করা হয়, সেরা মেসি ভক্ত ২০১৯ এর ক্রেস্ট প্রদান করা হয় রানা মেসিকে, উক্ত আয়োজনে সার্বিক ভাবে সহযোগীতা করেছেন- ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক, নাজমুল হাসান মিরাজ, আশরাফুল ইসলাম, হাসান, আলাউদ্দিন, টিটু, আমির, ও জাহিদ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন We are messi fan of brahmanbaria এর সমন্বয়ক রানা মেসি। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়্যারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক জিহাদ হোসেন লিটন, গ্যাস ফিল্ড এন্ড কলেজের সম্মানিত প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ ।

রিপোর্ট : মাহফুজুর রহমান পুষ্প

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি