রবিবার রাত ১২:০৭, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

“আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত :: মনিরুল ইসলাম রাজু”

১০২০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আমাদের আজ যা আছে, কাল তা থাকবে না। আগামীকাল কী হবে, তা আমরা কেউ জানি না। জীবনের ভবিষ্যৎ অনিশ্চিত। অনিশ্চিত ভবিষ্যতের কি কোনো নিশ্চয়তা আছে? কেউ কি নিশ্চয়তা দিতে পারবে?

এই অনিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তাবিধান কীভাবে করা যায়, সেটা কি আমাদের চিন্তা করা উচিত না? কারণ আমরা কেউই তো এ অনিশ্চয়তা চাই না। আমরা অবশ্যই জীবনের একটা নিশ্চিত সুন্দর ভবিষ্যৎ চাই। কিন্তু এ চাওয়াটা এবং পুরণের চেষ্টাটা কতটা যৌক্তিক ও বাস্তবসম্মত হচ্ছে তা অবশ্যই চিন্তা-ভাবনা ও যাচাই-বাছাই করতে হবে। তা নাহলে সবই পন্ডশ্রম হতে বাধ্য।

আজ আমরা যা দেখছি, সবাই ক্ষণস্থায়ী জীবনে ভবিষ্যতকে নিশ্চিত ধরে নিয়ে অসীম চাহিদা পূরণের চেষ্টা ও  সীমিত বস্তুর পেছনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো। এই দৌড়, অতিরিক্ত চেষ্টা-তদবির কতটুকু বুদ্ধিমানের কাজ, তা নিয়ে নিয়ে অবশ্যই আমাদের সবারই চিন্তা-ভাবনা করা উচিত।

মনিরুল ইসলাম রাজু : যাত্রাবাড়ি

Some text

ক্যাটাগরি: চিন্তা, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি