রবিবার সকাল ৮:০৮, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ফোনে স্বরাষ্ট্র মন্ত্রকের বার্তা

স্বরাষ্ট্র মন্ত্রক আমার ফোনে বার্তা পাঠিয়েছেন। লিখেছেন: “ঝিগাতলায় ছাত্র হত্যা ও ছাত্রী ধর্ষণের ঘটনার কোনো সত্যতা নেই।” আমি নগণ্য শব্দার্থের কামলা। বাক্যটা নিয়ে ঝামেলায় পড়ে গেলাম। ‘ঘটনা’ এসেছে ‘ঘটন’ থেকে। ঘটন অর্থ ঘটা, আর ঘটনা মানে যা ঘটেছে। যা ঘটে নি, তা কিছুতেই ‘ঘটনা’ হতে পারে না। অতএব বাক্যটার মানে দাঁড়ায়— প্রকৃতপক্ষে ছাত্র হত্যা ও ছাত্রী ধর্ষণ ঘটেছে, তাই এটা একটা ঘটনা। এরপরই বলা হয়েছে, এ ঘটনার সত্যতা নেই। যা প্রকৃতপক্ষে ঘটিত হয়েছে, তার সত্যতা নেই মানে কী?

‘সত্য’ বিশেষ্য-বিশেষণ দুই-ই হয়, কাজেই ‘সত্যতা’ ভুল। স্বরাষ্ট্রঅলাদের এ ভুল ক্ষমা করে দিয়ে যদি উদ্দিষ্ট অর্থটাই নিই, তাহলে সত্যতা মানে ঘটনার অনুরূপ ধারণা। হত্যা ও ধর্ষণ যদি ঘটানো ‘ঘটনা’ হয়, তবে তার অনুরূপ ধারণা অসত্য হবে কীভাবে? আর যদি তেমন ধারণা ‘গুজব’ই হয়, তাহলে হত্যা-ধর্ষণের এ গুজবকে ‘অপপ্রচার’ বা ‘কথিত ঘটনা’ না-বলে শুরুতেই সরাসরি ‘ঘটনা’ বললেন কেন?

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply