ছবি : বৃদ্ধা মহিলার হাতে তুলে দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও দেশ দর্শন এর সহসম্পাদক এইচ এম জাকারিয়া জাকির। পাশে বৃদ্ধার মেয়ে বিশাখা রানী
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত ফান্ড থেকে দেয়া “আজীবন মাসিক আর্থিক সহযোগিতা” সেই বৃদ্ধা মহিলার হাতে তুলে দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও দেশ দর্শন এর সহসম্পাদক এইচ এম জাকারিয়া জাকির। গত বুধবার (২৭ মার্চ) দেশ দর্শন সম্পাদক জাকির মাহদিনের শিমরাইলকান্দির বাসায় এ সহযোগিতার টাকা (গত দুই মাসের) তুলে দেয়া হয়। এ সময় বৃদ্ধার মেয়ে বিশাখা রানী দাসও তার সঙ্গে ছিলেন।
এদিকে দেখা যায়, বয়সের চাপে তিনি ইতিমধ্যেই আগের চেয়ে অনেক বেশি অসুস্থ এবং নরম হয়ে পড়েছেন। এখন আর তেমন নড়াচড়া ও কথাবার্তা বলতে পারেন না। তার মেয়ে বিশাখা রানী জানান, এখন ঘরে শুয়েবসেই তিনি চরম অসুস্থতার ভেতর দিয়ে সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য যে, গত প্রায় তিন বছর ধরে নিয়মিত প্রতিমাসে তাকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এতে তিনি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগের নিউজ- সেই বৃদ্ধাকে ব্রাহ্মণবাড়িয়া এমপির আজীবন আর্থিক সহযোগিতা
এর আগেরটি- বৃদ্ধার হাতে তুলে দিচ্ছেন সদর এমপির অনুদান
ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া
[sharethis-inline-buttons]