শুক্রবার রাত ১২:০৬, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক: প্রেসিডেন্ট বাড়ি, উন্নয়নচিত্র

জাকারিয়া জাকির

প্রেসিডেন্ট আবদুল হামিদ এর গ্রামের বাড়ি মিঠামইন কমলপুর গ্রামে কাটানো একদিন। মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, সাগর- এসব ভাটি অঞ্চলগুলো কত যে অবহেলিত ছিল তা নিজ চোখে না দেখলে অনুভব করার মতো নয়।

আজ প্রেসিডেন্ট আবদুল হামিদের এলাকাপ্রেম ও দেশপ্রেম প্রকাশ পায় ওই অঞ্চলের উন্নয়ন দেখে। ওই অঞ্চলের স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন করেছেন- এর কিছু ভিডিওচিত্র প্রকাশ করছি।

উল্লেখ্য, তাড়াহুড়ো করে প্রচণ্ড রোদে ভিডিও ধারণ তেমন ভালো হয়নি। তবে চেষ্টা থাকবে আরও ভালো করতে।

প্রতিবেদন ও ভিডিও

জাকারিয়া জাকির: DDtv

ক্যাটাগরি: প্রধান খবর,  ভিডিও নিউজ,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply