রবিবার বিকাল ৫:১৬, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও‌য়ে অগ্নিনির্বাপণ বিষ‌য়ে মহড়া অনু‌ষ্ঠিত

২৮৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও‌য়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতা বিষ‌য়ে আ‌লোচনা সভা ও মহড়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সোমবার সকা‌লে ট্রাফিক পু‌লিশের আ‌য়োজ‌নে
তাঁদের নিজস্ব কার্যাল‌য়ে এ মহড়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প‌রিচালনায় আ‌য়ো‌জিত সভায় উপ‌স্থিত ছি‌লেন,ট্রা‌ফিক পু‌লি‌শের জেলা শাখার ইনচার্জ মো:হারুন আল মাসুদ সরকার,
টিআই মো:আমজাদ হোসেন, মুনাজ্জির, টিএসআই আলমগির, এটিএসআই ও ট্রা‌ফিক পু‌লি‌শের অন্যান্য সদস্যরা।

প‌রে অগ্নিনির্বাপণ ও সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার বিষ‌য়ে বিভিন্ন সরঞ্জা‌মের মাধ‌্যমে ট্রা‌ফিক পুলিশ সদস‌্যদের প্রশিক্ষণ প্রদান ক‌রেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি