রবিবার সন্ধ্যা ৬:২০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

২৯৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমির উদ্দিন নামে এক আসামির মৃত্যু হয়েছে।হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্হায় মৃত্যুবরণ করেন। সে নারায়ণগঞ্জের  রূপগঞ্জ উপজেলার কফিল উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে আমির উদ্দিন বুকে ব্যথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাঝরাতে মারা যান।
তিনি আরও বলেন, বুধবার বেলা ৩ টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০২০সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি