আল্লাহ রব্বুল আলামীন উম্মতে মুহাম্মদীকে গুরুত্বপূর্ণ পাঁচটি রজনী দান করেছেন। তন্মধ্যে একটি হল ঈদুল ফিতরের রাত। এই রাতে ইবাদতের ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে।
আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি দু’ ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ইবাদত করবে তার অন্তর ঐ দিন মরবে না, যে দিন অন্তরসমূহ মরে যাবে।
সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৭৮২
হযরত মুআয বিন জাবাল রাযি. থেকে বর্ণিত রাসূল সা. এরশাদ করেন যে ব্যক্তি পাঁচ রাত সজাগ থেকে ইবাদত- বন্দেগীতে কাটায় জান্নাত তাঁর জন্য অনিবার্য হয়ে যায়,
১.জিলহজ্ব মাসের আট তারিখের রাত, ২. আরাফার রাত, ৩, ঈদুল ফিতরের রাত, ৪. ঈদুল আযহার রাত ও ৫. শবে বরাত।
ইমাম মুহাম্মদ বিন ঈদরীস আশ শাফেয়ী রহ. বলেন,
আমাদের নিকট পৌঁছেছে যে, পাঁচ রাতে দোয়া কবুল হয়,
১, জুমার রাতে ২. ঈদুল ফিতরের রাতে ৩. ঈদুল আযহার রাতে ৪. রজব মাসের প্রথম রাতে ও ৫. শবে বরাতে।
আল্লাহ তায়ালা আমাদেরকে অবৈধ আনন্দ ফুর্তি বর্জন করে বেশি করে আমল করার তাওফিক দান করুন।
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]