সোমবার রাত ১২:০১, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

আখাউড়ায় বড় বাজারে দুই মাদক চোরাকারবারি আটক

৮৬২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আখাউড়ায় মাদকসহ জয় মোদক (৩০) ও দ্বিপঙ্কর সাহা (৪০) নামে ২ জন ব্যবসায়ি কে গ্রেফতার করেছে । আজ সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানিয়েছেন।

জানাগেছে, আজ রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আখাউড়া পৌরসভার দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানের সময় ৩৮ পিচ হান্টার নামক বিদেশী মদ জাতীয় বিয়ারসহ ব্যবসায়ি জয় মোদক ও দ্বিপঙ্কর সাহাকে আটক করা হয়।

তবে আটককৃতদের কেউ মাদক ব্যবসায়ি নয় বলে তাদের স্বজনরা জানিয়েছেন। উদ্ধারকৃত হান্টার নরমাল পানীয় হিসাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হয় বলেও তারা জানান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানান, আটককৃতরা ব্যবসার আড়ালে এই সব মাদকের ব্যবসা করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি