রবিবার সকাল ১০:১৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

মালয়েশিয়ায় ২,৩৫,০৪৪ রিংগিত মূল্যমান মাদক উদ্ধার

৪৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মালয়েশিয়ার কুয়ালালামপুর পুলিশ মঙ্গলবার শহরের জালান ইপোহের একটি বাসভবনের পার্কিং এরিয়ায় পার্ক করা গাড়িতে ২,৩৫,০৪৪ রিংগিত মূল্যবানের মাধক উদ্ধার করে।

কুয়ালালামপুর মাদকদ্রব্য অপরাধ তদন্ত বিভাগের প্রধান সহকারী কমিশনার আদনান আজিজন জানিয়েছেন, ৪৩ বছর বয়সী এক পুরুষ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার পরে মাদকগুলি পাওয়া গেছে, যা পুলিশ জব্দ করে নিয়ে যায়। তিনি বলেন যে প্রায় ৪.৩ কেজি ওজনের ১৩,০৫৮ টি বড়ি জব্দ করা হয়েছে, যা দেশে ১৩,০০০ মাদকসেবীকে সরবরাহ করতে পারত।

তিনি বলেন, “সন্দেহভাজনকে মেথামফেটামিনের জন্য ইতিবাচক পরীক্ষা করা হয়েছিল এবং তদন্তে সহায়তার জন্য ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।”

আদনান জানান, এই মামলাটি মাদক আইন ১৯৫২ এর ৩৯ বি ধারায় তদন্ত করা হচ্ছে যা দোষী সাব্যস্ত হওয়ার পরে মৃত্যুদণ্ড ও হতে পারে।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি