শনিবার রাত ১১:০৯, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০৭টি গীর্জায় সরকা‌রি অনুদান

৩৫৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কাজল হাজরা, শ্রীমঙ্গল থেকে: আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের মাগুরছড়া খাসিয়াপুঞ্জিতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জি ও বিভিন্ন চা-বাগানের গীর্জাসহ মোট ১০৭টি গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জি, বিভিন্ন চা-বাগানসহ বিভিন্ন গীর্জার প্রধানদের হাতে অনুদানের অর্থ তোলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়াপুঞ্জি প্রধান ফিলা পতমীসহ সকল পুঞ্জি প্রধানরা।

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলাধীন ৬৭টি গীর্জা জন্য ৭ লাখ ৭৬ হাজার টাকা ও কমলগঞ্জ উপজেলাধীন খাসিয়া পুঞ্জিসহ ৪০টি গীর্জার জন্য ৫ লাখ ৬৮ হাজার টাকা মিলিয়ে মোট ১৩ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় আসন্ন বড়দিন উপলক্ষে সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ মাগুরছড়া খাসিয়াপুঞ্জিতে বড়দিনের একটি কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি