শনিবার রাত ১০:৫২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীমঙ্গ‌লের প্যা‌নেল চেয়ারম্যান

১০৫৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
তিমির বনিক: শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব অসুস্থতাজনিত কারনে দেশের বাহিরে অবস্থান করছেন। কিন্তু ভারপ্রাপ্তের দায়ীত্বে আছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) প্রেম সাগর  হাজরা।
লক্ষ্যনীয় বিষয় হলো, চেয়ারম্যানের অনুপস্থিতিতে (প্যানেল) চেয়ারম্যান সেই দায়িত্বভার বর্তায় এবং সকল রকম সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখেন। কিন্তু প্রেম সাগর হাজরা বক্তব্য অনুযায়ী জানা গেল, ওনি দায়িত্ব নিলেও শ্রদ্ধাভাজন হিসেবে চেয়ারম্যান মহোদয়ের চেয়ার ওনি ব্যবহার থেকে বিরত থাকছেন।
এজন্য যে চেয়ারম্যান আজ নয়তো কাল সুস্থ হয়ে ফেরত আসবেন এবং উনার চেয়ার যেন উনাকে নির্ভেজাল ও নিখাত ভাবে হস্তাস্তর করতে পারি সে অপেক্ষায় দিন গুনছেন।চেয়ারম্যান মহোদয়ের চেয়ার ব্যতীত অন্য আরেকটি চেয়ারে বসে অফিস করেন এবং ওনি না আসা পর্যন্ত ঐ চেয়ারকে সন্মান প্রর্দশন করে যাবেন।
এইরূপ ব্যবহারে উপজেলাবাসী অত্যন্ত খুশি ও আনন্দের সহিত গ্রহন করে সবাই ওনাকে অভিনন্দন জানান।
জয় হোক মানবতার সম্মান প্রর্দশনের। এটি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করে রাখলেন শ্রীমংগল উপজেলা বাসীর জন্য।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি