রবিবার সকাল ৭:১৬, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

আমার লেখা: গান হলো প্রাণ, গজল ভালবাসা

৫১৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

➤দেখা দাও স্বপ্নে (নাতে রাসূল সাঃ)
| ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ১১:১০ পূর্বাহ্ণ

রাসূল তুমি আছ মোর প্রাণে
আছ জাগরণে
আমি চাই যে স্বপ্নে।।

কত কাফের মুশরিক দেখলো তোমায় অতি নিকটে

মরন কালে দিও দেখা আমার চরম সংকটে।।
দুচোঁখ আমার স্বপ্নে ভরা বুকে প্রেমের ঝড়
উম্মতি উম্মতি বলে কাঁদিছ জীবন ভর।
তোমায় দেখবো দু’নয়নে
আমি চাইযে স্বপ্নে।
(প্রথম প্যারা) ঐ

বনের হরিণী ছুটে এলো তোমার চরণে
গিরি গুহায় সর্প এলো তোমার দর্শনে।।
আমার ছালাম পাঠাইলাম রওজা মোবারকে
দয়া করে বসত করো আমার শূন্য বুকে।
এসো সঙ্গোপনে
আমি চাইযে স্বপ্নে। ঐ

তৌহিদের ই নূর নবী,তুমি আমার সবি
নামাজ রোজা হজ্ব যাকাত ইসলামের রবি।।
সৃষ্টি কুলের আদি তুমি,তুমি স্রষ্টার প্রকাশ
ফেরেস্তারা পড়েন দরূদ চায় তব বিকাশ।
পড়েন নিজে নিরঞ্জনে
আমি চাইযে স্বপ্নে। ঐ

রচনাকাল ও স্থানঃ
২২আগষ্ট ২০১৩ইং।রাত ১১ঘটিকা।
গোসাঈলডাঙ্গা, বন্দর,চট্রগ্রাম।

➤আমরা বড় পাপী (প্রার্থনা সংগীত)

আমরা বড় পাপী ক্ষমা চাই তোমার
সৃষ্টির সেরা মানুষ আজ মরে ছারখার।।
লাখ কোটি মানুষ ঘরে বন্দি করোনা ভয়ে
তোমার করুণা দাও গো প্রভু ছড়িয়ে ছিটিয়ে।

পাহাড় সাগর জলজ প্রাণি প্রকৃতি আজ বাদী
শস্য খেতে গড়েছি নগর আমরা অপরাধী।
বস্রহীনে কাপড় দিবো, নিরন্নেরে খাবার
অসহায়ের সাথী হবো করছি অঙ্গীকার।।ঐ

আমানত ফিরিয়ে দিবো,দিবো বঞ্চিতের অধিকার
মারনাস্ত্র ধ্বংস করবো, দিবো চিকিৎসা সবার।
মৃত্যুর মিছিল আজ পথে প্রান্তরে
শুন্য শুন্য লাগে বুকের মাঝে রাতের গভীরে
প্রভু তুমি আজ কোন সুদূরে।
কঠিন এই বিপদের দিনে কেউ নেই আমার
তুমি ছাড়া কে আছে আর করিবেন উদ্ধার।।ঐ

১০ এপ্রিল ২০২০
খালিশপুর। খুলনা।

➤মানবিক পুলিশ (সংগীত)
| ০১ মে ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ

নয় আতংক নয় কোন ভয় কিছুদিন যদি ঘরে থাকা হয়;
ডাক্তার, পুলিশ, জনতা মিলে করোনাকে করবোই জয়।।

মানুষের প্রয়োজনে মানুষ আজ পাশে নেই ভয় পেওনা
যেকোন প্রয়োজনে পুলিশের সেবা নিন, নিরাশ হয়োনা।।
মৃতের সৎকার দাফন কাফন জরুরি প্রয়োজনে
ঘরে ঘরে পৌঁছে দিবেন খাবার অনাহারী জনে জনে,
ঔষধ ডাক্তার চিকিৎসা আছে, নাই কোন ভয়। ঐ

গ্রাম গঞ্জ শহরে কোন বিপণী খোলা রাখা যাবেনা
ঔষধ, কাঁচামাল মুদিখানা ছাড়া খুলতে যে মানা।।
হরতাল,অবরোধ,দাঙ্গা-হাঙ্গামা,বন্যা-জলোচ্ছ্বাসে
পুলিশ আছে সদা জাগ্রত সেবা নিয়ে জনতার পাশে,
চুরি ডাকাতি,ঘুষ,চাঁদাবাজি দুর্নীতি আর নয়।ঐ

২৫ এপ্রিল ২০২০
খালিশপুর। খুলনা।

➤আতংক নয়, আর নয় ভয়
আসবেই জয়, হও সচেতন
পুলিশ জনতা গড়বো একতা
কেটে যাবে আঁধারের ক্ষণ //

পুলিশের সেবা নিন
যে কোনো প্রয়োজনে
মৃতদেহ সৎকার
ওষুধ কিংবা খাদ্য অণ্বষনে //২
বিপদের বন্ধু পুলিশ
সবার আপনজন……….

লকডাউনে থাকো
নিরাপদে থাকো ঘরে
নিরাপত্তায় নিয়োজিত পুলিশ
গ্রামে গন্জে শহরে//
বিপদের বন্ধু পুলিশ
সবার আপনজন…….

এপ্রিল ২০২০ইং
এস এম শাহনুর / মিলন খান

➤ঈদের গান/ইসলামিক সংগীত
দেখ ঔ আকাশে ঈদের চাঁদ উঠেছে
মুসলিম জাহানে খুশীর বান ডেকেছে।।

এই খুশীতে ভুলি মোরা কেবা আপন পর
নতুন জামা পরে বেড়াই এ ঘর ও ঘর
ফিরনী পায়েসের আজ কদর বেড়েছে।।

বড়দের করি সালাম ছোটদের করি আদর
ঈদের নামাজে চল গায়ে ছিটায়ে খুশবু আতর।।
যাকাত সাদকায় গরীবের মুখে হাসি ফুটেছে।।
২৩ মে ২০২০ইং
রূপসা নদীর তীর, খালিশপুর, খুলনা।

➤।।চোঁখে কেন জল।।
তোমার চোঁখে কেন জল করে টলমল
শুনেছি স্বামীর ঘরে আছ বড়ো সুখে
লন্ডন-সিঙ্গাপুরে যাও সর্দি জ্বর অসুখে।।

আমি না হয় দেখতে ছিলাম একটুখানি কালো
অগোছালো বাউলিয়া জীবন চুল এলোমেলো।
আমার না হয় ঘর ছিল না ছিল ঘটি বাটি পাটি
সোনার নূপুর না কিনিতাম দিতাম রূপার মল।।

একুশ বছর পরে… কাঁদলে এত লোকের ভীড়ে
কেউ দেখেনি বুক ভেসেছে তোমার চোখের নীরে
আমার দুচোখ অবাক চেয়ে তোমার আখি ছলছল
তুমি ছাড়াও বেঁচে আছি, আজো অটুট মনোবল।

দামী গাড়ি-বাড়ি দামী শাড়ী দামী তোমার মন
আমি ছাড়া চারিদিকে তোমার কত প্রিয়জন।
তোমার দেহ জুড়ে রূপের ছটা করে ঝলমল
হাসিতে মুক্তা ঝরে সুকেশীর বুকেতে কমল।।

[এস এম শাহনূর, ৭ জুন ২০২০ইং, কীর্তন খোলা নদীর তীরে]

➤।।হাসিতে হেসেছ মাগো।।

আমার হাসিতে হেসেছ মাগো কেঁদেছ দুখে
কত কষ্ট সয়ে পেটে ধরেছো সুখে।।

রোজ গোসল শেষে আঁচল দিয়ে মুছে দিতে গা
খাঁটি সরিষার তেল মেখে দিতে মাথা থেকে পা।।
ভাল কিছু রাধলে মাগো তুলে রেখে দিতে
যতন করে খেতে দিতে হাসি মাখা মুখে।।

পেট ভরে খেতে তোমায় দেখিনি কোনো দিন
এক জীবনে যথেষ্ট নয় শুধিতে তোমার ঋণ।।
তোমার ঐ দু’চোঁখে মাগো ধরে কত জল
সন্তানের কষ্ট দেখে করে টলমল।।

তোমার চাঁদপানা মুখখানা মা কতদিন না দেখি
তোমার মধুর স্মৃতি মনে করে অশ্রু ঝরায় আঁখি।।
আমারে করিতে মানুষ নিজে কত কষ্ট করেছ
ঠান্ডা না লাগে গায়ে শীত নিশীতে রেখেছ বুকে।।

[৩ জুন ২০২০ইং ডাকাতিয়া নদীর তীর,চাদঁপুর,এস. এম. শাহনূর]

➤নাতে রাসূল (সা.)
হাবীবে খোদা ‘সিরাজাম-মুনিরা’ রাহমাতুলল্লিল আলামীন
’ওয়া রাফানা লাকা যিকরাকা’ সাইয়্যিদুল মুরসালীন।।

যাঁর মুহাব্বত ও শানের উপলব্দি ঈমানের মূল
যুগে যুগে অপেক্ষায় কত হাজারো নবী রাসূল,
তাঁর ওসীলায় আদম হাওয়ার তওবা হয় কবুল
তিনি নবী মুহাম্মদ, ইমামুল মুরসালীন।।

তাঁর শুভাগমনে ত্রিভুবন আজ রহমতে ভরপুর
আনন্দ প্রকাশে আবু লাহাবের (সোমবারের) আযাব হয় দূর
তাঁর বরকতে আবু তালিবের আযাব হয় বিদূর,
তিনি হুজুরে আকরাম খাতামুন্নব্যিয়িন।।

কিয়ামতে,মিযানে হাউজে কাউছারের মালিক রাসূলে আরাবি
গুনাহগার উম্মতের কান্ডারী আমার প্রাণের নবী
নশ্বর জগতে জান্নাতে জাহান্নামে রহমতের আধার,
তিনি নূরে মোজাসসাম পাঠায় হাজারো সালাম,
নবী রাসূল ফেরেশতা মুকাররাবিন।।

৩০ অক্টোবর ২০২০
প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন,
মোংলা,

 

➤পল্লীগীতি

চোখ বুজিলে দেখি আমি
ছেলেবেলার স্মৃতি ভাই
অদের খালের মাঝি কণ্ঠ
কান পাতিলে শুনতে পাই।।

জন্ম জেলা বাউনবাইরা
পরাণ আমার থাকে পইরা
দেশ বিদেশে নাই তুলনা
এমন জেলা কোথায় পাই।।

মাছধরা আর নৌকা চলে
তিতাস নদীর ঘোলা জলে
মাটির সুধা ফুলের গন্ধে
আকুল করা আমার গাঁয়।।

গোয়াল ভরা গরু ছিল
পুকুর ভরা ছিল মাছ
ফলফলাদির বাগান ছিল
সেসব কী আর ভোলা যায়।।

১২ জানুয়ারি ২০২১

শিপইয়ার্ড, খুলনা।

 

Some text

ক্যাটাগরি: সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি