শুক্রবার রাত ৩:৪৫, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

সোহান মাহমুদ

২৬ ডিসেম্বর (২০১৮) বুধবার সন্ধ্যা ৬টায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং হোটেল ফুড ভিলেজের হলরুমে মালয়েশিয়াস্হ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী পরিবারের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী প্রচারণা ও আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ মাওলানা মহিউদ্দিনের কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে নিরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশনের সম্মানিত সহ সভাপতি কবি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন মালয়েশিয়ার যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিঙ্গাপুর শাখার সভাপতি ও সিঙ্গাপুরস্হ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশফাকুল ইসলাম সোহেল, সাইফুল ইসলাম (যুবলীগ নেতা ও সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন মালয়েশিয়া), প্রকৌশলী রাহাদ উজ্জামান (সদস্য মালয়েশিয়া আওয়ামী লীগ (আহঃকমিটি) ও সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন মালয়েশিয়া), অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, নৌকা মার্কাকে জয় যুক্ত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করার অাহবান জানান।

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আগামী ৩০ শে ডিসেম্বর ২০১৮ নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার মনোনিত মহাজোটের নৌকা মার্কার মনোনীত প্রার্থীদের সাথে সমন্বয় করে নির্বাচনী কাজে অংশ গ্রহণ করার আহবান জানান বিশেষ অতিথি বৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি প্রবাসী বন্ধুদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের মাধ্যমে ব্রাম্মণবাড়িয়ার প্রতিটি আসনকে নৌকার আসন হিসেবে জয়যুক্ত করার অনুরোধ জানান তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন টিনু, সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুল, আওয়ামী লীগ নেতা ও চাঁদপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবলীগ নেতা ও শরিয়তপুর জেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মওদুদ মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন এর ছাত্র বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেনসহ আরও অনেকে অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply