রবিবার দুপুর ১২:০২, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

পুকুর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

৩৭০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার রানিশংকৈল উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে চাঞ্চল্যকর নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিয়ালডাঙ্গী গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী আঁখি (১০) ও ছেলে আরাফাত (৪)।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের মরদেহ পুকুরে ভাসতে দেখে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহ মর্গে প্রেরণ করে পুলিশ ।

এ ঘটনার পর সহকারী পুলিশ সুপার ও রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে ওই গ্রাম থেকে স্থানীয় লোকজন ফোন করে আমাদের জানান পুকুরে ৩ জনের মরদেহ ভাসমান রয়েছে। আমরা সেখানে গিয়ে মরদেহ উদ্দার করে মর্গে পাঠাই। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই আমরা এর সঠিক দিক নির্দেশনা পাবো তবে প্রাথমিক তদন্ত জারি রেখেছি।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি