শনিবার রাত ৮:৪২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাবার পরিবেশন

৪৮৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বন্যায় কবলিত পরিবারগুলোর জন্য অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এসব আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের সদস্যদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার ঠাকুরগাঁও পৌরসভার রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের সদস্যদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।


পরে তিনি আবারও রাতে সিএম আইয়ুব উচ্চ বিদ্যালয়, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ও সালেক প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় মহিলা কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না জানান, ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে মেয়র এর নির্দেশে ১২০০ বন্যার্ত মানুষের কাছে খাদ্য বিতরণ করা হয়েছে।

এছাড়া তিনি বন্যার্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি