রবিবার বিকাল ৫:২৮, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

অনিচ্ছায় কুরআন মাজীদ জমিনে পড়ে গেলে করণীয়

৩৮৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কুরআন মাজীদ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানবজাতির হেদায়েতের জন্য অবতীর্ণ একটি পবিত্র গ্রন্থ।রব্বুল আলামীন পবিত্র কুরআন মাজীদ হেফাজত ও সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।
মানবজাতি কুরআন মাজীদ বুকে ধারণ করে।করে সম্মান।খায় চুমু।সযত্নে বুকের সাথে জড়ায়।
কোন মুমিন – মুসলিম দয়াময় রবের কুরআন স্বজ্ঞানে জমিনে নিক্ষেপ করতে পারেন।
আমাদের গ্রাম-গঞ্জে একটি প্রচলন আছে যে,কারো হাত থেকে অনিচ্ছায় কুরআন মাজীদ পড়ে গেলে ক্ষতিপূরনরুপে কুরআন মাজীদ সমপরিমাণ চাল মসজিদে দেওয়া হয়। এটি একটি প্রচলিত কুসংস্কার।
যার ভিত্তি শরীয়তে নেই।
তবে এক্ষেত্রে ক্ষতিপূরন হচ্ছে, তাওবা -ইস্তেগফার করা।
রব্বুল আলামীন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন।
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১.ইমদাদুল ফাতাওয়াহ-৪.৬০
২. ফাতাওয়া মাহমুদিয়া- ৩.৫৪২
৩.কিতাবুন নাওয়াযিল-১৫.৬৯-৭০
আব্দুল্লাহ ইদরীস: লেখক, সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি