রবিবার রাত ৮:৫০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

আসুন অযথা কথা বা কাজ পরিহার করি

৩৭৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আসুন অযথা কথা বা কাজ পরিহার করি।
নবী করীম সা. এরশাদ করেন
من صمت نجا
তথা যে চুপ থাকে সে নাজাত( মুক্তি) পায়।
জামে তিরমিজি ২৫০১
সহীহুল বুখারীতে বর্ণিত হয়েছে
من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا اوليصمت
যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী সে যেন ভাল কথা বলে নতুবা চুপ থাকে।
সহীহুল বুখারী ৬৪৭৫

“‏ إِنَّ مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ تَرْكَهُ مَا لاَ يَعْنِيهِ ‏”‏ ‏.
নিশ্চয়ই ইসলামের সৌন্দর্য হচ্ছে অযথা কাজ বা কথা পরিত্যাগ করা।
জামে তিরমিজি ২৩১৮
কথায় আছে
ان البلاء مؤكل بالمنطق
কথাই বিপদ ডেকে আনে।
একটি প্রবাদ আছে
إذا كان الكلام من فضة فالسكوت من ذهب.
কথা যদি হয় রুপা তবে চুপচাপ থাকা হচ্ছে স্বর্ণ।

ইমামে আযম আবু হানিফা নোমান বিন ছাবেত রহিমাহুল্লাহ সদা ফিকিরে নিমগ্ন থাকতেন।
তাই তো তাঁর আংটিতে লেখা ছিল
قل الخير وإلا فاسكت
ভাল বা কল্যাণকর কথা বলুন অন্যথায় চুপ থাকুন।
আসুন চুপ থাকি। অযথা কথা বা কাজ থেকে বিরত থাকি।অবসর সময়কে কাজে লাগায়।
আল্লাহমুখী হই। কারণ জান্নাতীরা দুনিয়ার অর্থহীন সময়ের জন্যই আফসোস করবে।তখনকার আফসোস কোনো কাজে আসবেনা।করতে পারবেনা কোন উপকার।বয়ে আনতে পারবেনা কোন কল্যাণ।
তাই আসুন সময় থাকতেই সচেতন হই।সোচ্চার হই।
রব্বুল আলামীন তাওফিকদাতা।
——————
আব্দুল্লাহ ইদরীস
জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ, আখাউড়া।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি