রবিবার দুপুর ১:৪৭, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

পীরগঞ্জে ১ নারীকে বিবস্ত্র করে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ

৬৯৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ৮ জুন উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ী নামক এলাকায় এক নং ইউনিয়নের শিববাড়ী গ্রামের ললিত চন্দ্র রায় নামে এক ব্যক্তি অসহায় মহিলা প্রশন্ন রায়ের স্ত্রী মমিতা রানীর উপর নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া উঠছে। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মমিতা রানীর মেয়ের সহিত ললিত চন্দ্র রায়ের ছেলের সঙ্গে দীর্ঘ ৩ বছর পূর্বে বিবাহ হয়। সেই সুবাদে ললিত চন্দ্র রায় মমিতা রানীর বিহাই সম্পর্ক হয়।

গত ৮ জুন ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ি নামক এলাকায় মমিতা রাণীকে ললিত চন্দ্র রায় একা পেয়ে শারীরিক নির্যাতন, বেধড়ক মারপিট, বুকে হাত দিয়ে ললিতার পড়নের ব্লাউজ ছিড়িয়া ফেলেন এবং বিবস্ত্র করিয়া শ্লীলতাহানিহানি ঘটিয়েছেন। ললিতা রানী গুরুতর আহত ও জখম হলে এলাকাবাসী তাকে অটো যোগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন, সাভাবিক সুস্থ হলে হাসপাতাল থেকে রিলিজ হয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিকট অভিযোগ দায়ের করেছেন বলে ললিতা রানী সাংবাদিককে জানান।

এবিষয়ে ললিতা রানী গত ৯ জুন ২০২০ ইং তারিখে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে নির্বাহী অফিসার রেজাউল করিম অভিযোগ টি পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে যথাযথ আইন গত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে ১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়,ঘটনা টি শুনেছি সুষ্ঠু তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি