রবিবার সন্ধ্যা ৬:৩০, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তদের ফলমুল ও জয়ীদের অর্থ প্রদান

৫২৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম নিজ উদ্যাগে সদর উপজেলার কোভিড ১৯ আইসোলেশন ইউনিটে যান এবং সেখানে চিকিৎসারত করোনা রোগীদের সাথে কথা বলেন। তিনি তাদের খাওয়া-দাওয়া ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং কোন সমস্যা আছে কিনা সে-সম্পর্কে অবহিত হন।

তিনি সকলকে মনোবল অটুট রাখার এবং হালকা ব্যায়াম করাসহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ দেন। মনোবল বৃদ্ধি ও সুস্থ জীবনে ফিরে আসার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্তদেরকে বিভিন্ন ধরনের ফলমূলের বক্স উপহার হিসেবে প্রদান করেন মানবতার ফেরিওয়ালা ও আমাদের উত্তর জনপদের মানবিক জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম।

এছাড়া উপজেলা করোনাজয়ী ৪ জনকে অভিনন্দন জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে প্রত্যেককে নগদ অর্থ ৫০০০/-(পাঁচ হাজার টাকা) ও চাল,ডাল, আটা,তেল, লবনসহ শুকনা খাবার প্রদান করেন।

এবং জেলা প্রশাসক তাদেরকে আগামি অন্তত ৭ দিন বাইরে বের না হয়ে নিজ ঘরে থাকার পরামর্শ দেন। সেই সাথে কোনো ধরনের সমস্যা হলে জেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমসহ সদর হাসপাতালের আরএমও উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পৌর এলাকার করোনা আক্রান্তদের বাসায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের শুভেচ্ছা উপহার হিসেবে ফলমূলের বক্স পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ১নং ওয়ার্ডের কাউন্সিলর হামিদুল্লাহ আল মামুন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি