ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রোববার (৭জুন) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ ৩০টি পরিবারের মাঝে ৬৪ বান্ডেল টিন ও ১লক্ষ ৯২হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলী আজাদ), সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আবু তালেব, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন, শেখ মুসলেহ উদ্দিন হেলাল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শনিবার(৬জুন) সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী, বুড্ডা ও আইরল(শান্তিনগর) গ্রামের উপর দিয়ে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে ৩টি গ্রামের ৩০টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়।
স্টাফ রির্পোটার
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]