সোমবার রাত ১২:১৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে শিশুকন্যা রিমা হত্যার মূল আসামী গ্রেফতার

৪২১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

হরিপুরে শিশুকন্যা রিমা (৭) হত্যার মূল আসামী রাজুকে (১৩) গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ মে বৃহস্পতিবার গভীর রাতে রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর (হাজিপাড়া) গ্রামের অভিযান চালিয়ে তার খালা মিনারার বাসা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান রাজুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজু (১৩) হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের ছেলে।

উল্লেখ্য, গত পরশু বৃহস্প্রতিবার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের ছেলে রাজু প্রতিবেশী শিশুকন্যা রিমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে শিশুকন্যা রিমার লাশ রাজুদের নিজ শয়ন ঘরের মেঝেতে ফেলে রেখে ঘরটি তালাবদ্ধ করে পরিবারেই সবাই পালিয়ে যায়। প্রতিবেশী এক ব্যক্তি আব্দুল বারেকের তালাবদ্ধ টিনসেট ঘরের দরজার ফাঁক দিকে রিমার মরদেহ ঘরের মেঝেতে দেখতে পায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাজুদের নিজ শয়ন ঘরের তালা ভেঙ্গে শিশুকন্যা রিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরন করেন।রিমা এই গ্রামের প্রতিবেশী সিরাজুল ইসলামের কন্যা ও শিশুব্র্যাক স্কুলের ছাত্রী।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি