রবিবার সকাল ১১:৪০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্তদের বাড়ীতে ফল নিয়ে দেখতে যান মানবিক জেলা প্রশাসক

৮৫০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে করোনা পজিটিভ রোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে তাদের পাশে থেকে সহযোগিতা করার অঙ্গীকার হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ীতে ফল নিয়ে দেখতে যান জেলা প্রসাশক ড: কেএম কামরুজ্জামান সেলিম।

আজ শনিবার (২ মে) সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার ৩ জন রোগীসহ মোট ১২ জন রোগীকে দেখতে যান ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভিটামিন সি জাতীয় খাবার হিসেবে এসব পুষ্টিকর ফলমূলের একটি করে বক্স প্রদান করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ।

এ সময় তিনি আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। সেই সাথে তাদের মনোবল শক্ত রাখতে ও চিকিৎসকের নির্দেশাবলী মেনে চলার তাগিদ দেন।

এছাড়া জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম করোনা পজিটিভ রোগীদের ভয়, ঘৃণা বা অবহেলা নয় তাদের সাহস দিতে ও পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করার জন্য প্রতিবেশীদের অনুরোধ জানান।


এছাড়া রোগীদের যেকোন সমস্যায় জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করা করার কথাও জানান তিনি।
রোগীদের সুস্থ জীবনে ফিরে যাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ পুষ্টিকর খাদ্য উপহার হিসেবে তাদেরকে প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম,পীরগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার,খায়রুল আলম সুমন প্রমুখ।

নুরে আলম শাহ:;ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি