“দুর্নীতির পরে দুর্নীতি, আর বছর বছর জনগণের ট্যাক্সের টাকার কী নিদারুণ অপচয়ের পর তৈরি হয়েছে আজকের 'রোল মডেল' বাংলাদেশ! রাজনীতি, বক্তৃতা-বিবৃতি অনেক হয়েছে। এইসব লুতুপুতু ন্যাকা ন্যাকা কথায় পেট ভরে না।”
আমাদের ভাতের থালায় টান মেরে ভরসা চাইবেন? গ্রাম-শহরে কামার, কুমার, জেলে, তাঁতি, নাপিত, সুঁতার, হস্তশিল্পী, দিনমজুর, রিকসাচালক, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, বাজারের ফুটফরমাইশ শ্রমিক, দোকান কর্মচারী, ঠেলা চালক, কুলি-মজুর, ট্রাক-বাসের হেল্পার, ঘাট শ্রমিক,গ্যারেজ কর্মচারী, পথশিশু, পানি টানা শ্রমিক, ভিক্ষুক,ভাত শ্রমিক, দর্জি গ্রামের দিনমজুর, মাটিকাটা শ্রমিক, কারখানার অস্থায়ী শ্রমিক,ভাসমান পাগল ছিন্নমূল, ভবঘুরে জটলাচুলা গান্জাখোর, ভিক্ষুকদের হাতের টাকা শেষ।
লকডাউনে রোজগার নেই। ঘরের খাবার শেষ হয়ে আসছে। অনিশ্চয়তা বাড়ছে। নিরাপত্তা মিলছে না। কাজ নেই। টাকা নেই। খাবারও নেই। নিরাপত্তা মিলছে না। কোথাও কোনো ভালো খবর নেই। অনেক জায়গায় তারা একবেলা খেয়ে বেঁচে আছে। দিন আনা দিন খাওয়া এই মানুষগুলো কীভাবে বেঁচে আছে তা আমরা কাছ থেকে না দেখলে বুঝতে পারব না।
“লকডাউনে রোজগার নেই। ঘরের খাবার শেষ হয়ে আসছে। অনিশ্চয়তা বাড়ছে। নিরাপত্তা মিলছে না। কাজ নেই। টাকা নেই। খাবারও নেই। নিরাপত্তা মিলছে না।”
দুর্নীতির পরে দুর্নীতি, আর বছর বছর জনগণের ট্যাক্সের টাকার কী নিদারুণ অপচয়ের পর তৈরি হয়েছে আজকের ‘রোল মডেল’ বাংলাদেশ! রাজনীতি, বক্তৃতা-বিবৃতি অনেক হয়েছে। এইসব লুতুপুতু ন্যাকা ন্যাকা কথায় পেট ভরে না।
আরো পড়ুন> ধর্মকে ধর্মের মতো রাখুন
অবিলম্বে নগদ টাকা বিলি করুন। আকামে আপনাদের টাকার কোনো অভাব হয় না। অন্যদেশকে সাহায্য করার কথা বলেন, অথচ আপনার দেশে রাস্তায় মানুষ পড়ে থাকছে চিকিৎসার অভাবে! বাহ্ কি সুন্দর অদ্ভুত আপনাদের জনসেবা!
জাহাঙ্গীর আলম বিপ্লব: সাংবাদিক, কলামিস্ট
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]