শুক্রবার ভোর ৫:০৯, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে পরিবেশক সমিতির উদ্যোগে ৩০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

৬৯২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঘরে বসে থাকা দিনমজুর,অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন,ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতি।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও মহিলা কলেজ মাঠে কর্মহীন মানুষদের মাঝে ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিবেশক সমিতির সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কামাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আরমান খান রানা, হামিদ,শামিম,আব্দুর রাজ্জাক প্রমুখ।

ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো এবং পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তারা তাদের বক্তব্যে বলেন, ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলছে, এতে মানুষজন আরও অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে।

করোনা ভাইরাসের কারণে ঘর থেকে কেউ বের হচ্ছেন না।
করোনা ভাইরাস বিস্তার রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে আমরা দিনমজুর থেকে শুরু করে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।


এছাড়া তারা আরো বলেন, ঘরে থাকুন নিরাপদে থাকুন অযথা অকারণে বাড়ির বাইরে বের হবেন না।

আমরা আবারো আপনাদের ঘরের দরজায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে থাকব।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি