শনিবার রাত ৮:৪১, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

শান্তিপুরে টেটাযুদ্ধে নারীসহ আহত ১৫

৪৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আজ ১১ এপ্রিল শনিবার ভোরের দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধে ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তিপুর গ্রামে মতি গ্রুপ ও আজগর গ্রুপের মধ্যে ভোরে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ সংঘর্ষে টেটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। টেটায় আঘাত প্রাপ্ত হয়ে নারী, শিশুসহ কমপক্ষে ১৫জন আহত হয়। আহতরা সেনাবাহিনী ও পুলিশের ভয়ে পাশর্^বর্তী বিভিন্ন এলাকায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ গেলে এলাকা শান্ত হয়ে আসে। এখন পর্যন্ত বাঞ্ছারামপুর মডেল থানায় কোন মামলা করা হয়নি। উল্লেখ্য গত ২ মাসে এই দুই পক্ষ আরো ২ দফা সংঘর্ষে লিপ্ত হয়।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি