রবিবার বিকাল ৪:১৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

জয়পুরহাটে সরকারি সাত বস্তা চালসহ দুই ব্যবসায়ী আটক

৫৮৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের আক্কেলপুরের গোপিনাথপুর বাজার থেকে সরকারী ওএমএস এর সাত বস্তা চালসহ দুই চাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো জেলার আক্কেলপুর উপজেলার হরিসারা গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে মোঃ আবু সাইদ সাইদুর (৪৭) ও একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আনোয়ার জাহিদ (২৭)।

র‌্যাব জানায়, সোর্সের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা) এর নেতৃত্বে মঙ্গলবার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বাজারে অভিযান চালিয়ে সেখান থেকে সরকারী ওএমএস এর সাত বস্তা চাল, চারটি সীম কার্ডসহ দুটি মুঠোফোন ও একটি রেজিষ্টার জব্দ সহ ওই দুই চাল ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতরা সরকারী ওএমএস এর চাউল অবৈধভাবে বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আক্কেলপুর থানায় মামলা দেয়া হয়েছে।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি