রবিবার সকাল ১১:২০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

একা বাঁচতে রাজি নন ভোলার চেয়ারম্যান কামরুল আহসান

৯৬৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে একা বাঁচতে চান না ভোলার ইউপি চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী।

করোনার সংক্রামন রোধে দেশ এখন লকডাউন। অন্যদিকে মা ইলিশ রক্ষায় মেঘনা সহ অন্যান্য নদীতেও চলছে অভিযান।
আর এতে করে মৎসজীবি ও সাধারণ মানুষগুলো পরেছে বেশি বিপাকে।

এরই ধারাবাহিকতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে জনসচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন উক্ত ইউনিয়নের দু’বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব কামরুল আহসান চৌধুরী।

লক্ষ্য করা গেছে, প্রায় প্রতিদিন বিকালে গ্রাম পুলিশদের সাথে নিয়ে ইউনিয়নের অন্তর্গত আবুল মিয়ার বাজার, টবগী রাস্তার মাথা, নতুন হাকিমউদ্দিন বাজার, জনতা বাজার, মুন্সির হাট, ফকির হাট ও মনিরাম বাজারগুলোকে জনবিচ্ছিন্ন করনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

অন্য দিকে অসহায় জেলে ও সাধারণ মানুষের চিন্তা করে উক্ত ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধনকৃত মৎসজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা
যথানিয়মে অনুসরণ করে এবং করোনা সংক্রামণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে ভিজিএফ এর চালও বিতরন করেন তিনি।

এ বিষয়ে কামরুল আহসান চৌধুরী বলেন, জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসায় বসে থাকতে পারছি না। আর আমি একা বাঁচতে চাই না। জনগণ বেঁচে না থাকলে আমি কাদের প্রতিনিধিত্ব করবো। তাই, জনসমাগম হতে পারে এমন প্রতিটি গ্রাম, বাজার ও এলাকাগুলোতে প্রতিনিয়ত ঘুরে ঘুরে সকলকে সতর্ক করার চেষ্টা করেছি। এবং আমার এ চেষ্টা অব্যহত থাকবে।

হাসনাইন আহমেদ হাওলাদার:
ভোলা জেলা প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি