রবিবার সকাল ১১:৫১, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

কালিয়াকৈরে স্বপ্নীল ইলেকট্রনিক্স এর উদ্যোগে খাদ্যসামগী বিতরণ

৫০১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কালিয়াকৈরে স্বপ্নীল ইলেকট্রনিক্রা এর উদ্দোগে সোমবার দুপুরে ভান্নারে বাজারে অসহায় ও দূস্তদের মাঝে খাদ্য সামগী বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নীল ইলেকট্রনিক্রা এ সত্যাদিকারী রহিম বাদশা, সিনিয়ার এডিশনাল ডিরেক্টর ওয়ালটন গুপের মহসিন আলী মোল্লা, মোচৗক ইউনিয়ন পরিষদের সদস্য ইসমতারা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রার হোসেন, ইমন হোসেন,আমির হোসেন প্রমূখ।এ সময় দুইশত পরিবারের মাঝে চাল,ডাল,আলু,পেয়াজ,তৈল ও মাস্ক বিতরন করা হয়।

Some text

ক্যাটাগরি: খবর, সমাজসেবা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি