রবিবার সকাল ১১:১০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

জয়পুরহাটে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

৫৩৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাবে জয়পুরহাটের কর্মহীন দরিদ্র জনগোষ্টির মাঝে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্টানের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফজলুর রহমান ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, আটা, ভোজ্য তেল ও পরিচ্ছনতা উপকরণ সাবান বিতরন করেন।

সোমবার সকালে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী ও পরিচ্ছনতা উপকরণ বিতরণকালে সাথে ছিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম সাবু, কেন্দ্রীয় যুবদল নেতা ওবাইদুর রহমান সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজ আহমেদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক মঞ্জুরে মাওলা পলাশসহ অন্যরা।

জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ ফজলুর রহমান বলেন, সংকটময় পরিস্থিতি থেকে যতক্ষণ না মানুষের মুক্তি মিলছে ততক্ষণ এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জেলার সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিং হিউম্যানের সদস্যরা ব্যাক্তি উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি