রবিবার সন্ধ্যা ৬:০৬, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

জয়পুরহাটে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা

৭৫৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটে এক ভ্যান চালককে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর ত্রিমোহনী  স্যুইচ গেইট এলাকার অদূরে একটি ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত মৃতদেহটি সদর উপজেলার কেন্দুল নয়াপাড়া গ্রামের ফয়েন উদ্দিন মন্ডলের ছেলে জলিল মণ্ডল (৫৫) বলে নিশ্চিত করেছে এলাকাবাসি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার বিকেলে জলিল অটোভ্যান নিয়ে তার বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার বিকেলে ত্রিমোহনী এলাকার অদূরে একটি ঝোপের মধ্যে তার মৃতদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এসময়  ঘটনাস্থল থেকে জলিলের অটোভ্যানটিও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার অীফসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে জলিলকে হত্যা করা হয়েছে।  পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে।

এ ব্যাপারে জলিলের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলার দায়ের করেছেন।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি