শুক্রবার সকাল ৯:০২, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

এবং অতঃপর (কবিতা)

৭৯১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
এক
ঘুমের ঘোরে হঠাৎ মন বললো আজ স্বপ্নের দেশে যাবো,
কীভাবে যাবো তা ভাবতে ভাবতে নিদ্রাতুর চোখ দুটিতে ফোটে উঠলো আশ্চর্য এক গোলাপ
প্রচন্ড শব্দে আমার কানের পর্দা ফেটে গেলে আমি বধির হয়ে যাই
আমার সামনে পেঁজা তুলার মতো উড়ে উড়ে যাচ্ছে বিশাল বড় বড় পাহাড়
সাগরের সমস্ত জলরাশি তীব্রভাবে বেগে ধেয়ে আসছে আমার দিকে
আমার মনে হলো পৃথিবীতে আমরা একে সুনামী বলতাম।

ঢালাই মেশিনে সুরকি আর বালু সিমেন্ট মেশানোর মত ভূমন্ডল আর নভোমন্ডল মন্ড হয়ে গেলো মূহুর্তে
আমার হৃৎপিন্ড চলছে কিনা অথবা আমি নিঃশ্বাস নিচ্ছিলাম কিনা তা বুঝতে পারছিলাম না।
তীব্র অগ্নিদাহ্য আমার তৃষ্ণা বহুগুনে বাড়িয়ে দিচ্ছিল, আমি পানি পানি বলে চিৎকার করার সময় হঠাৎ লক্ষ্য করলাম এক খন্ড ঘন সবুজ মেঘমালা আমার মাথার ওপর এসে দাঁড়ালো
সেই সাথে খানিকটা মৃদু স্বস্থির বাতাস এসে আমার চোখ আমার দেহ মনে প্রশান্তির শীতলতায় মায়াবী আবেশ ছড়িয়ে দিলো
আমি মেশকাত, জাফরান আর কস্তুরীর গন্ধে মোহিত হয়ে গেলাম।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি