একুশে আগস্টের গ্রেনেড হামলা সম্ভবত বিচারবিহীন রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেই ইতিহাসে লিপিবদ্ধ হতে যাচ্ছিল। ভাগ্যিস, হামলার শিকার শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসতে পেরেছিলেন।
বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগীতায় ক্রসফায়ার বা বিচারবিহীন হত্যার সূচনা হয়েছিলো সিরাজ সিকদারকে হত্যা করার মাধ্যমে। এই সত্যটা অনেকেই ভুলে যায়। সেই হত্যাকান্ডে খুনীর ভূমিকায় ছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান। পরে অবশ্য মুজিব নিজেও খুন হন তার সহচরদের দ্বারা।
এখানে খুনীর ভূমিকায় খন্দকার মোশতাক। রাজনৈতিক হত্যাকান্ডের ভরা মৌসুম ছিলো জেনারেল জিয়া্উর রহমানের সময়। তখন সবচাইতে বেশি ক্রসফায়ার ঘটে বাংলাদেশে। পরে তিনিও নিহত হন সেনাবাহিনীর সদস্যদের দ্বারা।
এরশাদ সে তুলনায় কম অপরাধই করেছেন। পরে, খালেদা-হাসিনা যুগে বিচারবিহীন হত্যাকান্ডের সূচনা করেছেন প্রথমে খালেদা জিয়া এবং পরে শেখ হাসিনা।
একুশে আগস্টের গ্রেনেড হামলা সম্ভবত বিচারবিহীন রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেই ইতিহাসে লিপিবদ্ধ হতে যাচ্ছিল। ভাগ্যিস, হামলার শিকার শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসতে পেরেছিলেন। এবং সম্ভবত হাসিনা আমলের যাবতীয় ক্রসফায়ার ও বিচারবিহীন হত্যাকাণ্ডের ঘটনাও ইতিহাসে লিপিবদ্ধ হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
ক্যাটাগরি: পাঠকের মত, মিনি কলাম
[sharethis-inline-buttons]