আসলেই কি ‘নয় দফা’ দাবীর মধ্যে মুক্তি আছে? শুধু এই নয় দফা দাবী মানলেই আমরা মুক্তি পাবো? শুধু কি গাড়ির ড্রাইভাররাই নিয়ম ভঙ্গ করে? শিক্ষার্থীরা বলছে, তারা কেবল মুখের কথায় বিশ্বাসী নয়।
আমার স্পষ্ট মনে আছে, কোটা আন্দোলনকারীরা প্রথমে বলেছিল, প্রধানমন্ত্রী বললে তারা ফিরে যাবে। প্রধানমন্ত্রী বললেন, তারপর কথাও পরিবর্তন হলো। এখন আর মুখের কথায় কেউ বিশ্বাস করছে না।
মানুষের মনের অনাস্থা নিয়ে কি রাজনীতিবিদদের কোনো মাথা ব্যাথা আছে? পরবর্তী প্রজন্মের মনে যে ঘৃণা জন্মাচ্ছে, তা নিয়ে তাদের মাথা ব্যাথা আছে? নিরাপদ সড়ক চাইতে হবে কেন? এটা তো আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিন।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]