মঙ্গলবার বিকাল ৫:৪৫, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই নভেম্বর, ২০২৪ ইং

সুন্দর অসুন্দরের সংজ্ঞা

মোরাদ খান

পৃথিবীতে সব কিছুই তো সুন্দর। অসুন্দর শুধু শব্দে। সবচেয়ে কালো মানুষটার মাকে যদি জিজ্ঞেস করেন, তোমার সন্তান কেমন? উত্তর আসবে তার সন্তান পৃথিবীতে সবচেয়ে সুন্দর। তার মানে আপনি যাকে অসুন্দর বলছেন, সেও কিন্তু তার জায়গায় সুন্দর।

যেখানে আমরা বর্ণবৈষম্য নিয়ে মুখে ফেনা তুলে ফেলছি, সেখানে আমরাই আবার সুন্দরীদের আলাদা করে রাখছি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তুমি সুন্দর, আর তুমি অসুন্দর। সত্যিই সেলুকাস!

আচ্ছা, এটা কি সুন্দরী প্রতিযোগিতা, না রূপের প্রতিযোগিতা? পৃথিবীতে সব কিছুই তো সুন্দর। অসুন্দর শুধু শব্দে। সবচেয়ে কালো মানুষটার মাকে যদি জিজ্ঞেস করেন, তোমার সন্তান কেমন? উত্তর আসবে তার সন্তান পৃথিবীতে সবচেয়ে সুন্দর। তার মানে আপনি যাকে অসুন্দর বলছেন, সেও কিন্তু তার জায়গায় সুন্দর। মজার ব্যাপার হচ্ছে, আমরা সুন্দর অসুন্দর যাই বলি না কেন, আমাদের কারো ক্ষমতা নেই তার থেকেও শতগুণ অসুন্দর কিছু সৃষ্টি করার। সবাই কিন্তু একজনেরই সৃষ্টি।

আমার কাছে এটা রূপের প্রতিযোগিতা। কারণ সৌন্দর্য রঙে নয়, সতেজতায়। তাছাড়া এখানে কোনো কালো মেয়ে বা ছেলে সুন্দর বলে নির্বাচন করা হয়না। এখানে নির্বাচিত তাদেরকে করা হয় যাদের চামড়া সাদা, গায়ে চর্বি ঠিকঠাক আছে এমনকি যাদের দেখলেই কামনা জাগবে তাদের। আর যদি তাই হয়, তাহলে এখানে মেধার থেকে যৌবনের কারুকাজ থাকা জরুরি। রুপের প্রতিযোগিতার সম্বল যৌবন, মেধা নয়। মেধা প্রতিযোগিতা নামে আলাদা কিছু হতে পারে।

আপনার যারা H2O এবং Wish নিয়ে ভেবেছেন সুন্দরীর জাত মেরেছে মেয়েগুলো, তাদের ধারণা ভুল। কারণ পরবর্তী জীবনে কোথাও কাজে দিবে না তাদের এই আবাল মার্কা প্রশ্ন। তারা ঠিকই মিডিয়ায় জায়গা করে নিবে। সেখানে তাদের অভিনয় আর রুপ-যৌবনের পরীক্ষা চলবে।

আজকে যদি আপনার ভাইভা বোর্ডের এমন রেকর্ড দেখানো হতো তাহলে এর থেকেও জগন্য কিছু দেখতে হতো। যা হোক, কারো পেছনে না লেগে থেকে সুন্দর চিন্তার চর্চা হোক সর্বত্র।

 

ক্যাটাগরি: নারী,  পাঠকের মত,  মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply