একদিন আমার একজন ছাত্র জিজ্ঞেস করল– স্যার, ধরুন আমি মেডিকেল থেকে MBBS ডিগ্রি নিয়ে বাসায় ফিরছি, কিন্তু পথে দুর্ঘটনায় মারা গেলাম। তাহলে এত লেখাপড়া করে আমার কী লাভটা হল? আসলেই তো, আমরা ঊর্ধ্বশ্বাসে এক অনিশ্চয়তার দিকেই ছুটছি। সময়ের সাথে সাথে আমাদের অনেকেরই জাগতিক শিক্ষা, যোগ্যতা ও অভিজ্ঞতা বাড়ছে ঠিকই, কিন্তু সাথে সাথে জীবনটাও যে ছোট হয়ে আসছে!
মোবাইলে এলার্ম দিয়ে ঘুমালাম, সকালে অনেক কাজ করতে হবে আমাকে। এলার্ম ঠিকই বাজল, কিন্তু আমি আর জাগলাম না।
আব্বা মারা যাওয়ার আগের রাতে আমাকে বলেছিলেন, কাল সকালে হাসপাতালে ভর্তি হবেন। আমি যেন একটু খোজ–খবর নিয়ে রাখি। সকাল ঠিকই হয়েছে, কিন্তু হাসপাতালে ভর্তি করানোর জন্য সেই মানুষটাকে আর পাইনি। নিশ্চিত মৃত্যু জেনেও আমাদের করার কিছুই নাই। তারপরও নিজেকে শক্তিশালী বানানোর, ডিগ্রিধারী ও ক্ষমতাধর বানানোর এতসব মিথ্যে নাটকীয়তা!
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]