শনিবার রাত ৮:৪১, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন বেদেনা

১৬৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি একটি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসুতি।

গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বেদেনা আক্তার নামে ও প্রসুতি তিন সন্তানের জন্ম দেন। তিনি জেলার নাসিরনগর উপজেলার নূর ইসলামের স্ত্রী। ওই তিন নবজাতককে বর্তমানে ইনকিউবেটরে রাখা হয়েছে।

প্রসুতির পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে বেদেনার প্রসব ব্যাথা উঠলে তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার দি বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন স্বজনরা। পরে ওই হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন বেদেনা।

হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথ জানান, হাসপাতালের আসার পর প্রসুতির কিছু শারিরিক সমস্যা ধরা পড়ে। এ অবস্থায় দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচার করানো হয়। জন্ম নেয়া শিশুদের ওজন কিছুটা কম হওয়ায় ইউকিউবেটরে রাখা হয়েছে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি