বাল্য বিবাহ প্রতিরোধে তরুন,অভিভাবক এবং দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়ের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান,বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম, সেফ দ্যা চিলড্রেনের ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান সৈকত, এনসিটিএফ’র সহ সভাপতি জুই আক্তার, সাধারণ সম্পাদক সুরমি বেগ,শিশু সাংবাদিক ইস্মিতা খ্যালকো,শিশু গবেষক রাদ শাহামাদ প্রমুখ।
মত বিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয় উঠে আসে এবং এনসিটিএফ এর নানা কার্যক্রমের বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,এনসিটিএফ এর জেলা প্রতিনিধি হাসনা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, শিশু গবেষক জেসিয়া আক্তার, শিশু সাংবাদিক ইমরান নাজির সহ অন্যান্য সদস্যরা ও অভিভাবক গণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সাংগঠনিক সম্পাদক রুদ্র মহন্ত ও চাইল্ড পার্লামেন্ট সদস্য প্রজ্ঞা বর্মন।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]