নারীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের
মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৫ দিনব্যাপী স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণের সমাপনী শেষে সনদপত্র বিতরণ করা হয়। শনিবার শহরের হলপাড়াস্থ কারুপণ্য উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও ঠাকুরগাঁওয়ের কারুপণ্য উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে কারুপন্য উন্নয়ন সংস্থার সভানেত্রী চন্দনা ঘোষের
সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
প্রশিক্ষণে জেলার ৩০ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ফ্যাশন ডিজাইনার সাবা নওরিন পলি।
এই প্রশিক্ষণটি ২৪ আগস্ট থেকে শুরু হয়। বক্তারা নারীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয় উল্লেখ করে স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণে নারীরা তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]