ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ প্রতিরোধে “লড়বো সবাই এক হলে” এই প্রতিবাদ্য বিষয়টিকে সামনে রেখে এনসিটিএফ এর উদ্যোগে দেশের ২৪টি জেলায় সপ্তাহব্যাপি করণীয় শীর্ষক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক সুরমি বেগ এর সভাপতিত্বে সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পৌর মেয়র আন্জুমান আরা বেগম বন্যা,বিশেষ অতিথি সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আকতার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,ডেইলি সানের জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি জুই আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,শিশু গবেষক রাদ শাহামাদ, সাংগঠনিক সম্পাদক রুদ্র মহন্ত, শিশু সাংবাদিক ইস্মিতা খ্যালকো, শিশু সংসদ সদস্য মেহেরাব হোসেন আপি ও প্রঙ্গা বর্মনসহ অভিভাবক মায়েরা।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের ভলান্টিয়ার মোছাঃ হাসনা হেনা।
এ সময় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]