বৃহস্পতিবার সন্ধ্যা ৬:০৬, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাই‌লের বিখ্যাত হা‌ফেজ জালাল উদ্দীন আর নেই

৪৪৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ হাফেজ, হাজারো হাফেজের উস্তাদ, সরাইল উপজেলা হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের এর সভাপতি, ঐতিহ্যবাহী সূর্ককান্দী সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক এবং বর্তমানে একক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত নুরুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা কালিকচ্ছ এর প্রতিষ্ঠাতা,
হাফেজ জালাল উদ্দীন গত রাত ১টা ২০ মি‌নি‌টে তার নিজ বা‌ড়ি‌তে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার নামা‌জে জানাযা আজ জোহরবাদ কালীকচ্ছ শাহী ঈদগাহ মা‌ঠে অনু‌ষ্ঠিত হ‌বে।

জানা যায়, তি‌নি দীর্ঘ‌দিন ধরেই বার্ধক্যজ‌নিত বি‌ভিন্ন রো‌গে ভুগ‌ছি‌লেন। সম্প্র‌তি তি‌নি কিছু‌দিন ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। সেখান থে‌কে মাত্রই তা‌কে বা‌ড়ি‌তে আনা হ‌য়ে‌ছিল।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি