করোনাকালে সরকারের কঠোর বিধি নিষেধ অমান্য করে পৃথক ২টি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে আর্থিক জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। গত শুক্রবার সদর উপজেলায় আকচা
ইউনিয়নের ২টি গ্রামে বর ও কনের অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি।
জানা যায়, ওই দিন আকঁচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা বানিয়াপাড়া গ্রামে একটি বিয়ে ও শ্রীখড়ী গ্রামে অপর আরেকটি বিয়ের আয়োজন বন্ধ করা হয়। দক্ষিণ বঠিনা বানিয়াপাড়া গ্রামের ভাগীরথ ঘন শ্যামের ছেলের বিয়ের অনুষ্ঠান বন্ধ করে ভাগীরথ ঘন শ্যামকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। অপরদিকে দক্ষিণ
বঠিনা শ্রীখড়ী গ্রামের ইলেকশন তার মেয়ের বিয়ের আয়োজন বন্ধ করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জেলা প্রশাসক মাহবুবুর রহমান এর নির্দেশনায় সরদার মোঃ গোলাম রব্বানী’র পরিচালনায় গড়েয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে লকডাউন কঠোর ভাবে পালনের লক্ষ্যে অভিযান চালানো হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদর ইউএনও।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]