রবিবার সন্ধ্যা ৭:৪৭, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

৩৯৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বর্ডার গার্ড বাংলাদেশ “বিজিবির” ঠাকুরগাঁও
রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রের ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

শনিবার ঠাকুরগাঁও ৫০ বিজিবির প্রশিক্ষণ মাঠে এ
কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির আয়োজনে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন প্রধান অতিথি রংপুর রিজিয়ন সদর
দপ্তরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মো: জাকারিয়া হোসেন, পিএসসি, জি ও বিশেষ অতিথি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আজাদ, এসইউপি।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: মাহফুজুর রহমান সরকার, ৫০ বজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মুজাহিদুল
ইসলামসহ স্থানীয় বেসামরিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে ৯৬ তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে ১ম স্থান অীধকারী রিক্রুট মো: জামিল হোসেন এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে
ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের প্যারেড কমন্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন ৯৬ তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মুজাহিদুল ইসলাম। প্যারেড এ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী
পরিচালক মোহাম্মদ রাজ মামুদ। শেষে বিজিবির সুসচ্চিত নবীণ সৈনিকদের চৌকস দলের সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, ৯৬ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩১ জানুয়ারি শুরু হয়। ৫০ বিজিবির রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রের মোট ২৩২ জন রিক্রুট প্রশিক্ষণে অংশ নেন।
এছাড়াও বিজিবির অন্যান্য আরও ৮টি প্রশিক্ষণ কেন্দ্রে ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়। ২৪ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য এ
প্রশিক্ষণ সফলভাবে শেষে তারা আনুষ্ঠানিক শপথ গ্রহণও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিতক জীবনের শুভ সুচনা করলেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি