ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ চাপায় জাহাঙ্গীর আলম(৩০) নামের এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার সাতপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় আরও তিন জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর কসবায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের রঙের কাজ করতে তার অন্যান্য সহকর্মীদের সাথে সিএনজি যোগে যাচ্ছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিটিকে চাপা দেয়। এতে জাহাঙ্গীর সহ চারজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
শেখ মোঃ ইব্রাহীম,সহ-সম্পাদক
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]