রবিবার দুপুর ১২:০৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও জেলার করোনা পরিস্থিতি : মৃত্যু ৫০ জন

৩৬৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের
দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যেন ক্রমেই বেড়ে চলেছে। গত ২৫ দিনে জেলায় মোট ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত মে মাসের ২৫ তারিখ হতে অদ্যাবধি মোট ১ হাজার ১৪১ জন করোনা পরীক্ষা করিয়েছিলেন। এর মধ্যে ৩৪৮ জনের ফলাফল পজিটিভ আসে। এ পর্যন্ত সর্বমোট ৫০ জন মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় গত রোববার পর্যন্ত মোট ৩৪৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর বিপরীতে ১ হাজার ১৪১ জন নমুনা পরীক্ষা
করেন। গত ২৫ দিনে মোট ১৪ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়। জেলার করোনার হিসাব অনুযায়ী সদর উপজেলায় ২৫ দিনে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১২জন, রানীশংকৈল উপজেলায় ৫৪ জন,হরিপুর উপজেলায় ১৪জন,পীরগঞ্জ উপজেলায় ২১ জন ও রুহিয়া থানায় ১২ জনের শরীরে করোনা সনাক্ত হয়। এতে আক্রান্তের হার ৩০ দশমিক ৪৯ শতাংশ। ২৫ দিনে ১৪ জন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর হার ৪ দশমিক ২শতাংশ। গত রোববার পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬১২ জন। জেলায় এ পর্যন্ত সর্বমোট ৫০ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ, জেলা পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের টীমকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক ড:কেএম কামরুজ্জামান সেলিম।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি