ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সোমবার দুপুরে মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু মৃত্যু হয়েছে। দুপুর আড়াইটার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে এ ঘটনা ঘটে। তাবাসসুম মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের পূর্বপাড়া এলাকায় সিরাজুল ইসলামের মেয়ে।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে তাবাসসুমের মা তানিয়ার সাথে গোসল করতে যায়।
পরে হঠাৎ তাবাসসুম পানিতে ডুবে যায়। তাবাসসুমকে অনেক খোজাখুজি করে পানির তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]